Header Ads

Header ADS

ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিস্টেম

প্রজেক্টঃ  ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিস্টেম

আমাদের আজকের  প্রজেক্ট হল ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিস্টেম । আমরা আজ জানবোঃ
*ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিষ্টেম বলতে কি বোঝায়?
*এটি মূলত কি ভাবে কাজ করে?
*এর আবিষ্কার ইতি কথা 
*কি কি কম্পোনেন্ট প্রয়োজন হবে 
* তৈরি প্রকৃয়া
*সম্ভাব্য ব্যবহারিক ক্ষেত্রসমূহ
*ভবিষ্যৎ অপার সম্ভাবনা 



ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিষ্টেম কি?
  ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিষ্টেম  হলো এমন ট্রান্সমিশন সিষ্টেম যার দ্বারা কোন একটি নিদৃষ্ট পাওয়ার সোর্স কে কোন ধরনের ফিজিক্যাল কানেক্টর বা পরিবাহী ব্যাতীত শুধুমাত্র ই এম এফ বা ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এক স্থান হতে অন্যত্র স্থানান্তর করা যায় তাকে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিষ্টেম  বলে।

No comments

Theme images by sololos. Powered by Blogger.