Header Ads

Header ADS

আরডুইনো পর্ব ১

আরডুইনো




 



  আরডুইনো কি ঃ

আরডুইনো হলো এভিআর মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক একটি ডেভেলপমেন্ট বোর্ড । একে সিঙ্গেল বোর্ড কম্পিউটার ও বলা হয় । যেহেতু এই বোর্ড এর মাধ্যমে খুব সহজে বিভিন্ন ইনপুট ,  আউটপুট  ডিভাইস যেমন ডিসপ্লে,  কিবোর্ড, মাউস, স্পিকার , বিভিন্ন সেন্সর, মেমরি সংযুক্ত করা যায় এবং বিভিন্ন ডিভাইস  কে প্রোগ্রাম দ্বারা কন্ট্রোল করা যায় ও এর মধ্যকার ষ্টোরেজ বা র‌্যাম রম বিদ্যমান থাকে অতএব আমরা একে একটি কম্পিউটারের সাথে তুলনা করতে পারি । তবে এতে কিছু সুবিধাজনক ও কিছু অসুবিধাজনক দিক ও রয়েছে।









সুবিধাজনক দিকগুলো হলঃ 


১) আকারে খুবই ছোট।

২) কম্পিউটারের সাথে বিবেচনা করলে ওজন খুব ই সামান্য।

৩) এর পাওয়ার লস নেই বললেই চলে বা খুব ই কম।

৪) এটি ব্যবহারে জায়গা কম লাগে এবং যেকোন ক্ষুদ্র পরিসরে ব্যবহার করা সহজ।

৫) খুব সহজেই কোন ডিভাইস কে কন্ট্রোল করা যায়।

৬) এটি খুব সহজেই যেকোন স্থানে নিয়ে যাওয়া এবং প্রয়োজনিয় প্রোজেক্ট এ ব্যবহার করা যায়।

৭) প্রোগ্রামিং সি দিয়ে প্রোগ্রাম করা যায়।

৮) খুবই স্বল্প ব্যয় সাপেক্ষ।

৯) স্বল্প মূল্যের কারনে যে কোন ষ্টুডেন্ট প্রোজেক্ট  এ ব্যবহার করা যায়।

১০)  বিভিন্ন রোবটিক ল্যাব বা সায়েন্স ল্যাবে  ব্যবহার সুবিধাজনক।




অসুবিধাজনক দিকগুলো হলঃ


১)  এটি ব্যবহারে প্রোগ্রাম জানা আবশ্যক।

২)  আরডুইনোতে  সরসরি  প্রোগ্রাম লিখা যায় না এর জন্য কম্পিউটারের সহায়তা নিতে হয়।

৩) এর মাধ্যমে কোন অপারেটিং সিষ্টেম যেমন উইন্ডোস বা ম্যাক রান করা যায় না।

৪) আরডুইনো তে কোন সফটওয়ার সিষ্টেম ইনস্টল করা যায় না।

৫)  ইন্টারনাল স্টোরেজ খুবই কম থাকে।

৬) বিভিন্ন উত্তপ্ত ও আদ্র স্থানে এর স্থায়িত্ব খুবই কম হয়।

৭) তাই গুরুত্বপূর্ণ গবেষনা স্থানে এর ব্যবহার না করা ই ভালো।

৮) বড় কোন সিষ্টেম কন্ট্রোলিং এ যে কোন আরডুইনো বা মাইক্রোকন্ট্রোলার ব্যবহার মোটেই উপযোগী নয়।

৯) কিছু কিছু ক্রিটিক্যল সিচুয়েশন এ আরডুইনো বা মাইক্রোকন্ট্রোলার হ্যাং করতে দেখা যায় এর তা আবার রিসেট করার প্রয়োজন পরে ।

১০) হাই পাওয়ার কন্ট্রোলিং এ মাইক্রোকন্ট্রোলারের তুলনায় মাইক্রোপ্রসেসর অধিক  সুনিপুন ও নিখুদ ভাবে দীর্ঘ সময় ব্যপী কাজ করতে সক্ষম।



বাজারে আরডুইনোর অনেকগুলো মডেল রয়েছে । এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল গুলো হলো ঃ

১) আরডুইনো ইউ-এন-ও ।


২) আরডুইনো প্রো মিনি।


৩) আরডুইনো  ন্যানো ।


৪) আরডুইনো  মেগা।


৫) আরডুইনো  ডুয়ো।


৬) আরডুইনো লিয়োনার্দো।


৭) আরডুইনো  মাইক্রো।


৮) আরডুইনো প্রো মাইক্রো।


৯) আরডুইনো  লিলিপ্যাড।


১০) ওয়াইফাই উইমস ডি-ওয়ান আর-ওয়ান   আরডুইনো  বা বিভিন্ন কাষ্টমাইজড আরডুইনো ।


অন্যান্য আরো কিছু জনপ্রিয় আরডুইনো মডেল নিচে  দেয় হয়ঃ





আরডুইনো  বিভিন্ন ধরনের প্রজেক্ট এ ব্যপক ভাবে ব্যবহৃত হচ্ছে যেমনঃ

১) রোবটিক্স প্রোজেক্ট।

২) লাইটিং প্রোজেক্ট বা  এল ই ডি  ব্লিংকিং।

৩) ম্যসেজ  ডিসপ্লে  প্রোজেক্ট।

৪) জি এস  এম / জিপি আর  এস প্রোজেক্ট।

৫) মোটর কন্ট্রোলিং ।

৬) থ্রিডি প্রিন্টার ।

৭) মিনি সি  এন সি ।

৮) ডিজিটাল ক্লক।

৯) হোম অটোমেশন।

১০) সিকিউরিটি সিষ্টেম।

আরো ইত্যাদি ইত্যাদি প্রোজেক্টস যা আসলে সব লিখা সম্ভব নয় !!! তবে অনেক ধরনের আরডুইনো আছে এর মধ্যে আমাদের সিলেক্ট করতে হবে আসলে কোন আরডুইনো টি আমাদের প্রোজেক্ট এর জন্য মানানসই । যেমন কোন আরডুইনো  তুলনামুলক স্বল্প মূল্যে পাওয়া যায় আবার কোন টা একটু  ব্যয় সাপেক্ষ হয়ে থাকে । কোন কোন আরডুইনো এর ইনপুট আউটপুট পিন বেশি  থাকে। কোন টাতে পি ডব্লিউ এম পিন বেশি থাকতে পারে কিম্বা মাইক্রোকন্ট্রোলার এর স্টোরেজ ক্ষমতা বেশি থাকতে পারে । তাই আমরা যে কোন প্রোজেক্ট করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে কোন আরডুইনো  ব্যবহার সুবিধাজনক হবে তা নির্বাচন করা ।
তবে যারা প্রথম অবস্থায়  আরডুইনো নিয়ে কাজ করতে চান তাদের জন্য আমি সাজেষ্ট করবো আরডুইনো  ইউ-এন-ও  বা আরডুইনো  উনো !!! কারন বেসিক লেভেল কাজের জন্য এটি খুবই উপকারি  এবং ব্যবহার তুলনামুলক অনেক সহজ হয়ে থাকে ।

আমি পরবর্তী টিউটোরিয়ালে আরডুইনো  ইউ এন ও বা উনো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং  কিভাবে এর প্রোগামিং করতে হয় তা  দেখাবো । এবং আস্তে আস্তে আমি অন্যন্য আরডুইনো  গুলো নিয়ে ধাপে ধাপে  আলোচনা করবো।


সবাই ভালো থাকবেন !
 ধন্যবাদ সবাইকে !!!

No comments

Theme images by sololos. Powered by Blogger.