Header Ads

Header ADS

আরডুইনো পর্ব ২

আরডুইনো পর্ব ২ এ সবাইকে স্বাগতম





আরডুইনো পর্ব ১ এ আমরা জেনেছিঃ


*আরডুইনো কি ? 
*কোথায় ব্যবহৃত হয় ?
*সুবিধা
*অসুবিধা
*এবং বিভিন্ন প্রকার আরডুইনো বোর্ড নিয়ে!!!

আজ আমরা জানবো আরডুইনো নিয়ে কাজ করতে গেলে প্রথমেই যে বোর্ডটি সম্পর্কে জানা অত্যন্ত জরুরী “আরডুইনো ইউএনও বা উনো ”!!! আরডুইনো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং ধীরে ধীরে এর প্রোগ্রাম করার কৌশল নিয়ে আলোচনা করবো !!! 
এবং পরবর্তীতে অন্যান্য আরডুইনো নিয়ে ও আমরা কাজ করবো !!!
তবে যেহেতু যারা মাইক্রোকন্ট্রোলার বা আরডুইনো নিয়ে নতুন ভাবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই টিউটোরিয়াল সিরিজ তাই যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিটি পর্ব ভালোভাবে দেখবেন , শিখবেন ও অবশ্যই প্র‌্যাকটিস করবেন !!! কারন পর্বগুলো স্কিপ করে দেখলে অনেক বিষয় পরবর্তীতে আপনার  বুঝতে সমস্যা হবে !!!এবং যেহেতু মাইক্রোকন্ট্রোলার বিষয়টা সম্পূর্ণ  ই চর্চার ব্যপার তাই নিয়মিত চর্চা না করলে আপনি কষ্ট করে  যা শিখবেন  তা খুব সহজেই ভুলে যাবেন!!!





আরডুইনো ইউএনও কিঃ
এটমেগা৩২৮পি  এ ভি আর মাইক্রো কন্ট্রোলার সমৃদ্ধ  একটি প্রোগ্রামিং ডেভেলপমেন্ট বোর্ড।এতে সকল প্রকার ডিজিটাল  এবং এ্যানালগ ইনপুট আউটপুট ইন্টারফেস ও সরাসরি পিসি তে কানেক্ট করে প্রোগ্রাম করার সুবিধা রয়েছে । অর্থাৎ আলাদাভাবে কোন সিরিয়াল কনভার্টার ব্যবহারের ঝামেলা নেই । এবং একই সাথে একটি আরডুইনো ইউএনও দিয়ে এভিআর এটমেগা মাইক্রোকন্ট্রোলার আইসি কে প্রোগ্রাম বা আরডুইনো তে রুপান্তর করা সম্ভব !!!

পরবর্তী টিউটোরিয়াল গুলোতে আমরা কিভাবে একটি সাধারন  এটমেগা৩২৮পি মাইক্রোকন্ট্রোলার কে একটি আরডুইনো ইউএনও ব্যবহার করে একটি আরডুইনো তে রুপান্তর করতে পারি তা নিয়ে আলোচনা করবো!!!


* যারা নতুন আরডুইনো নিয়ে কাজ করবেন তারা আরডুইনো ইউএনও কেনার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন তা হল এ ডেভেলপমেন্ট বোর্ড টি বাজারে ২ ধরনের পাওয়া যায় । একটি এস এম ডি এবং অপরটি ডি আই পি । আপনারা অবশ্যই ডিআইপি টাইপ টা কেনার চেষ্টা করবেন ।




 ডি আইপি হলো যে আরডুইনো গুলোর মেইন এটমেগা ৩২৮পি মাইক্রোকন্ট্রোলার টি বড় আকারের এবং লম্বা লেগ বা পা থাকে । মাইক্রোকন্ট্রোলার টি একটি বেস বা সকেট এ বসানো থাকে । যা চাইলেই বোর্ড থেকে খোলা যায়। অন্যদিকে যে বোর্ডগুলোর মাইক্রোকন্ট্রোলার ছোট সাইজের এবং বোর্ডে ফিক্সড করা থাকে সেটি হলো এসএমডি টাইপ ।



এস এম ডি এটমেগা৩২৮পি মাইক্রোকন্ট্রোলার টি নরমালি ৩২ পিনের হয় । আর ডিআইপি টাইপের এটমেগা ৩২৮পি হবে ২৮ পিনের।



এখানে আরডুইনো ইউএনও তে  এসএমডি এর তুলনায় ডিআইপি তে বেশ কিছু সুবিধা রয়েছে তা হলোঃ

* এ বোর্ডের মাইক্রোকন্ট্রোলার যখন প্রয়োজন খুলে ফেলা যায় ।
* বিশেষ করে নতুন মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করার ক্ষেত্রে  সুবিধা হবে।
* বোর্ডের  মাইক্রোকন্ট্রোলার নষ্ট হলে তা পরিবর্তন করতে।
* এ বোর্ডের মাইক্রোকন্ট্রোলার এ আউটপুট পিনের পাওয়ার বেশি পাওয়া যায়।
* তুলনামুলকভাবে এর স্থায়িত্ব বেশি হয়।
*প্রোগ্রামকৃত মাইক্রোকন্ট্রোলার খুলে অন্য প্রজেক্টস এ ব্যবহার করা যায় তাই বার বার  মেইন ডেভেলপমেন্ট বোর্ড বা আরডুইনো ইউএনও কেনার প্রয়োজন পরে না।

যাই হোক যদি কেহ একান্তভাবেই চান এস-এম-ডি বোর্ডটি ব্যবহার করতে তাতেও কোন সমস্যা নেই প্রোগ্রাম করার ধরন ও প্রোগ্রাম এক্সিকিউসন একই ধরনের হবে । এবং এটি দিয়ে ও অন্য মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করা যাবে । তা আমরা পরবর্তীতে দেখাবো।

এবার চলুন যেন নেয়া যাক আরডুইনো ইউএনও বা উনো বোর্ডে কি কি থাকছেঃ




* একটি এটমেগা৩২৮পি মাইক্রোকন্ট্রোলার।

*  অপারেটিং ভোল্টেজ ৫ ভোল্ট।

* ম্যাক্সিমাম সাপ্লাই ভোল্টেজ ২০ ভোল্ট।

* নিরাপদ  সাপ্লাই ভোল্টেজ  ৭ থেকে ১২ ভোল্ট।

* এনালগ ইনপুট পিন ৬ টি।

* ডিজিটাল ইনপুট/আউটপুট পিন ১৪ টি।

* ডিসি কারেন্ট ইনপুট/ আউটপুট পিন ৪০ মিলি এম্পিয়ার ।

* ডিসি কারেন্ট ৩.৩ ভোল্ট পিন ৫০ মিলি এম্পিয়ার ।

* এস র‌্যাম 2 কেবি।

* ইইপ্রোম ১ কেবি।

* ফ্ল্যাশ মেমোরি ৩২ কেবি যার ০.৫ কেবি ব্যবহৃত হয় আরডুইনো এর বুট লোডার হিসেবে।

* বুট লোডার ও মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করতে সিরিয়াল কনভার্টার হিসেবে ব্যবহৃত হয় মাইক্রোকন্ট্রোলার ‍ এটমেগা ১৬ইউ২ । তবে এটি আরডুইনো ইউএনও এর ডিআইপি বোর্ডের ক্ষেত্রে এবং এসএমডি বোর্ডে এ ক্ষেত্রে ব্যবহৃত হয় সি এইচ ৩৪০ চিপ আইসি ।

*এটমেগা৩২৮পি আইসির পিন কনফিগারেশন*

আরডুইনো ইউএনও এর বাকী বিষয়গুলো আমরা প্রোগ্রাম করতে করতে জেনে যাবো । তো প্রোগ্রাম শুরু করার জন্য প্রথমেই  প্রোগ্রাম ডেভেলপ করার জন্য চাই একটি সফটওয়্যার । আর এটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন এই লিঙ্ক হতে। তবে চাইলে এটি এখন ডাউনলোড না করে  অনলাইনে ও প্রোগ্রাম করা যায় । 
যারা অফলাইনে কাজ করবেন তারা অবশ্যই এটি ডাউনলোড করে নিবেন।



ডাউনলোড করতে আপনার গুগল সার্চ বক্সে লিখুন ঃ

arduino.cc
এরপর আরডুইনো হোম সিলেক্ট করুনঃ



আরডুইনো ডট সিসি তে প্রবেশ করে - সফটওয়্যার-ডাউনলোড ক্লিক করুনঃ


আরডুইনো আইডিই লেটেস্ট যে ভার্সন টি আছে সেটি আপনার পিসির অপারেটিং সিষ্টেম অনুসারে ডাউনলোড করুন অর্থাৎ উইন্ডোজ/ ম্যাক!!!





অথবা এই  লিংকে গিয়ে ডাউনলোড করে নিন আরডুইনো আইডিই 


এবার  আরডুইনো  আইডিই সফটওয়্যারটি ওপেন করুন ঃ


এখন আপনার কম্পিউটার সম্পূর্ণরুপে প্রস্তুত যে কোন আরডুইনোর প্রোগ্রাম লিখার জন্য।


আজ এখানেই শেষ করছি । আগামী টিউটোরিয়াল এ আমরা আরডুইনো বোর্ড টি আমাদের পিসির সাথে কানেক্ট করবো । সম্ভাব্য কোন সমস্যা দেখা দিলে তার সমাধান করবো এবং বেসিক প্রোগ্রাম শুরু করবো!!!


সবাই ভালো থাকবেন  
ধন্যবাদ সবাইকে

No comments

Theme images by sololos. Powered by Blogger.